ছোটপর্দার অভিনেত্রী, মডেল সাদিয়া জাহান প্রভা। সব সময় আলোচনায় থাকেন। কয়েক দিন আগে তার অভিমতের পরিপ্রেক্ষিতে বিভিন্ন সংবাদ প্রচার হয়। সে কারণে তিনি সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি এক ভিডিওবার্তায় বলেন, ‘আমার অনুমতি ছাড়া কোনো নিউজ করবেন না। এসব সংবাদ প্রচারে আমি একেবারেই স্বাচ্ছন্দ্যবোধ করি না। সামাজিক যোগাযোগমাধ্যমে যতটুকু তথ্য দিই, ততটুকুই আমার খবর। ব্যক্তিগত বিষয় নিয়ে নিউজ করলে আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’
উল্লেখ্য, মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে সামনে আসেন প্রভা। তারপর অনেক ভালো ভালো নাটক উপহার দেন। সফলতা যখন তার হাতে, তখনই ব্যক্তিগত জীবনের কিছু ঘটনার মাধ্যমে দূরে চলে যান এই অভিনেত্রী।
ঠিকানা/এনআই