ধর্মীয় ভাগগাম্ভীর্যে এবং বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী পালন করেছে শ্রীকৃষ্ণ ভক্তসংঘ ইউএসএ ইনক। গত ১০ সেপ্টেম্বর রোববার উডসাইডের গীতা টেম্পল এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।
এদিন অনুষ্ঠান শুরু হয় দুপুর ২টায়। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে উপস্থিত হন। সদা হাস্যোজ্জ্বল মেয়র পুরো মন্দির ঘুরে ঘুরে দেখেন এবং ভক্ত অনুরাগী ও জন্মাষ্টমীর অনুষ্ঠানে দিওয়ালির শিশুদের সঙ্গে ছবি তোলেন।
জন্মাষ্টমী উপলক্ষে মেয়র অ্যাডামস বলেন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস পালন করতে পেরে এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে আমি আনন্দিত।
এর আগে হিন্দু সম্প্রদায়ের প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ দিওয়ালির ছুটি ঘোষণা করেন মেয়র এরিক অ্যাডামস। নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি মেম্বার জেনিফার রাজকুমার বক্তব্য রাখেন।
দিনের শুরুতেই ভগবানের পূজা করা হয়। পূজায় পৌরহিত্য করেন জগদীশ ব্রক্ষ্মচারী। উদ্বোধনী সংগীতের মাধ্যমে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত ও শ্রীকৃষ্ণের শতনাম পরিবেশন করেন শ্রীকৃষ্ণ ভক্ত সংঘের মাতৃভক্ত সংঘ। পরিচালনা করেন সবিতা দাস।
জন্মাষ্টমীতে ‘সত্যম’ প্রকাশিত হয়। সম্পাদনা করেন প্রদীপ কুণ্ডু।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল নিউইয়র্ক কৃষ্ণ মন্দির গীতা স্কুলের ছাত্র-ছাত্রীদের কণ্ঠে বেদ, উপনিষদ ও গীতার মন্ত্র উচ্চারণ। মন্ত্র উচ্চারণের পরপরই তারা গীতার আলোকে দুষ্টের দমন ও শিষ্টের পালন নাটিকা, নৃত্যের তালে তালে নন্দোৎসব, শ্রীকৃষ্ণের বাল্যলীলা নাটিকা এবং কৃষ্ণভজন নৃত্য উপস্থাপন করে। নাটকের বিভিন্ন চরিত্রে উল্লেখযোগ্য অভিনয় করে শিশুশিল্পী আয়াশ, সপ্তর্ষি, প্রজ্ঞা, আর্য, আগামী, স্বস্তিকা, প্রাঞ্জল, কৃষ্টি, তুষ্টি, অস্মিতা, সেনভি, রূপন্তি, অনামিকা, রূপম, বাসুদেব ও একঝাঁক প্রতিভাবান নতুন প্রজন্মের আমেরিকান বাঙালি শিশুরা। পুরো অনুষ্ঠানটি গ্রন্থনা করেন প্রকৌশলী রঞ্জিত রায়। পরিচালনা করেন রিনি দাসগুপ্তা ও রঞ্জিত রায়।
দর্শকশ্রোতা সকলেই পিনপতন নীররতায় অনুষ্ঠানটি উপভোগ করেন। তারা করতালীর মাধ্যমে ক্ষুদে অভিনেতাদের উৎসাহিত করেন। নতুন প্রজন্মের শিশুদের দিয়ে এই অনুষ্ঠানটি মঞ্চায়ন প্রসঙ্গে রঞ্জিত রায় বলেন, ধর্মীয় ঐতিহ্যকে লালন করা ও পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেয়াই এই অনুষ্ঠানটির উদ্দেশ্য।
এ ছাড়া একক নৃত্য পরিবেশন করেন অনিন্দিতা ভট্টাচার্য ও বোস্টন থেকে আগত মেঘলা ব্যানার্জি।
সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তম সাহা, মুনমুন সাহা, অজিত চন্দ, ডা. প্রভাত চন্দ্র দাস, সবিতা দাস, সম্পা রায়, জয়শ্রী রায়, সুরেশ রায়, রূপকুমার ভৌমিক, রবীন্দ্র শীল, সুশীল সাহা, সুভাস সাহা , নিতাই পাল, তপন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসাবে ছিলেন এনআরবিসি টিভির সাংবাদিক জলি আহমেদ।
শ্রীকৃষ্ণর শতনামের মাধ্যমে ভক্তরা বর্ণাড্য প্যারেডে অংশ নেন।
প্রবাসে থেকেও নিজ ধর্ম চর্চা করা ও ধর্মীয় ঐতিহ্যকে ধারণ ও বহন করা এবং সর্বোপরি শ্রীকৃষ্ণকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করাই জন্মাষ্টমীর মহত্ত্ব বলে জানান আয়োজকরা।


ঠিকানা রিপোর্ট


