মানবকল্যাণে সিটি কম্পট্রোলারের প্রশংসাপত্র পেলেন জাবেদ উদ্দিন
নিউইয়র্ক : সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডারের কাছ থেকে সস্মাননা গ্রহণ করেন মো. জাবেদ উদ্দিন।
ঠিকানা রিপোর্ট : নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য সহায়তা ও কোভিড-১৯-এর বিপন্ন সময়ে বিশেষ অবদান রাখায় এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিনকে প্রশংসাপত্র দিয়েছে নিউয়র্ক সিটি কম্পট্রোলার অফিস। গত ২৬ মার্চ এস্টোরিয়ায় ওয়ার মালিকা ও ইসলামিক রিলিফ আয়োজিত ইফতার মাহফিল শেষে তাকে আনুষ্ঠানিকভাবে এ প্রশংসাপত্র হস্তান্তর করা হয়। নিউয়র্ক সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার জাবেদ উদ্দিনের হাতে এ প্রসংশাপত্র তুলে দেন। এ সময় নিউয়র্ক স্টেট সিনেটর মাইকেল জেনারেস, কুইন্স ব্যরো প্রেসিডেন্ট রিচার্ডস ধনবান, এসেম্বলি মেম্বার জেসিকা গানজালাস রোজাস, কমিউনিটি নেত্রী রানা আব্দুল্লাহ হাম্মাদ উপস্থিত ছিলেন। বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইিটির সভাপতি সোহেল আহমদ, সহ-সভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার প্রমুখ।
কমেন্ট বক্স