Thikana News
৩০ অগাস্ট ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
শাটল ট্রেনে দুর্ঘটনা

চবির ৩ ছাত্রকে আইসিইউতে স্থানান্তর

চবির ৩ ছাত্রকে আইসিইউতে স্থানান্তর ছবি সংগৃহীত
শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ড থেকে আইসিউতে স্থানান্তর করা হয়েছে। ৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে তিনজনের অবস্থার অবনতি হলে তাদের আইসিইউতে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করেছেন।

আইসিইউতে স্থানান্তর করা ওই তিন শিক্ষার্থী হলেন আমজাদ হোসেন সোহাগ, খলিলুর রহমান এবং অংসইনু মারমা। এ ছাড়া নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন তাইজুল ইসলাম, আবু সাইদ, সান আহমেদ, রাফসান ও আসলাম।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম শহর থেকে শাটল ট্রেনের ছাদে করে ক্যাম্পাসে যাওয়ার সময় ফতেয়াবাদ স্টেশনের কাছাকাছি এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে চবির ১৬ শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাতে উপাচার্যের বাসভবন, পুলিশ ফাঁড়ি ও বিশ্ববিদ্যালয়ের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন শিক্ষার্থীরা।

এদিকে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স