Thikana News
২২ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
সামার শেষে স্কুল শুরু ৭ সেপ্টেম্বর

ঘরে ঘরে প্রস্তুতি সম্পন্ন

ঘরে ঘরে প্রস্তুতি সম্পন্ন
নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলের ছুটি শেষ হচ্ছে ৬ সেপ্টেম্বর। ৭ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। অনেক দিন পর আবার স্কুলের ব্যস্ততা শুরু হচ্ছে স্টুডেন্টদের। ব্যস্ততা শুরু হয়েছে অভিভাবকদেরও। স্কুল খোলার কয়েক দিন আগে থেকেই স্কুল কতৃপক্ষ ও নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব এডুকেশনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়। যারা স্কুলের ব্রেকফার্স্ট ও লাঞ্চ বিনামূল্যে খাওয়ার উপযুক্ত, তাদেরকে পরিবারের আয়ের তথ্য দিতে হবে। এ-সংক্রান্ত ফর্ম প্রতিবছর পূরণ করতে হয়, এবারও তা করতে হবে। যাদের আয় বেশি, তারাও
আবেদন ফর্ম পূরণ করতে পারেন। এরপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনা করবে কার সন্তান স্কুলে ফ্রি ব্রেকফাস্ট ও লাঞ্চ পাওয়ার যোগ্য নাকি কিছু অর্থ পে করতে হবে। এদিকে যারা একেবারে নতুন, তাদের অনেক ফর্ম পূরণ করতে হয়েছে। স্কুল খোলার পর বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন অভিভাবকেরা। এ সপ্তাহে প্রেসিডেন্ট বাইডেন এবং ফার্স্ট লেডি ডক্টর জিল বাইডেন ওয়াশিংটন ডিসির এলিয়ট-হাইন মিডল স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে নতুন স্কুল বছরের সূচনা করেছেন।
অন্যদিকে নিউইয়র্কে স্কুল খোলার প্রাক-প্রস্তুতি হিসেবে বিভিন্ন সংগঠন ও কমিউনিটির পক্ষ থেকে স্টুডেন্টদের স্কুলের বিভিন্ন সামগ্রী দেওয়া হচ্ছে। ইতিমধ্যে একাধিক সংগঠন স্কুল ব্যাকপ্যাক দিয়েছে। কিছু কিছুু সংগঠন এখনো দিচ্ছে। যারা ব্যাকপ্যাক নেয়নি বা পায়নি, তাদেরকে সবকিছু কিনতে হচ্ছে। এখন চলছে শেষ মুহূর্তের কেনাকটা। অনেকে স্কুলের পোশাকও কিনছে। সব মিলিয়ে বলা যায়, নতুন ক্লাস শুরু উপলক্ষে স্টুডেন্টদের পরিবারে চলছে স্কুলে যাওয়ার প্রস্তুতি, সেই সঙ্গে করা হচ্ছে কেনাকাটা।
প্রাইভেট স্কুলে যেসব শিক্ষার্থী পড়ালেখা করছে, তাদের বাড়তি কিছু খরচ হচ্ছে। স্কুলের পোশাক-আশাক থেকে শুরু করে তাদের স্কুল সাপ্লাই কিনতে হচ্ছে। প্রাইভেট স্কুলের স্কুল সাপ্লাইসহ বিভিন্ন উপকরণের জন্য জনপ্রতি ২০০ ডলার করে দিতে হচ্ছে। পাশাপাশি বাসার স্টেশনারি, স্কুলের ব্যাগ এবং ইউনিফর্মের জন্য খরচ হচ্ছে আরও দুই থেকে তিনশ ডলার।
 

কমেন্ট বক্স