Thikana News
০৪ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫





 

জামায়াত আমিরের আসনে লড়বেন বিএনপির যে প্রার্থী

জামায়াত আমিরের আসনে লড়বেন বিএনপির যে প্রার্থী ছবি : সংগৃহীত





 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিএনপি। ৩ অক্টোবর (সোমবার) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।

 

ঘোষণা অনুযায়ী ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে লড়বেন মো. শফিকুল ইসলাম খান। ওই আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

 

মনোনয়ন পাওয়াদের মধ্যে ঢাকা-১ আসনে মনোনয়ন পেয়েছেন খন্দকার আবু আশফাক, ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান, ঢাকা-৩ আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিন, ঢাকা-৫ নবী উল্লাহ নবী, ঢাকা-৬ ইসরাক হোসেন, ঢাকা-৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

 

এ ছাড়া ঢাকা-১১ আসনে মনোনয়ন পেয়েছেন এম এ কাইয়ুম, ঢাকা-১২ আসনে সাইফুল আলম নীরব, ঢাকা-১৩ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ঢাকা-১৫ আসনে মো. শফিকুল ইসলাম খান, ঢাকা-১৬ আসনে আমিনুল হক, ঢাকা-১৭ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৮ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি, ঢাকা-১৯ আসনে ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স