আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বিএনপি। তবে এ তালিকায় নাম নেই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার। ৩ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন রুমিন ফারহানা। তবে আসনটিতে আপাতত প্রার্থী হিসেবে কারও নাম ঘোষণা করেনি বিএনপি।
রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন থেকে সংসদ সদস্য ছিলেন। পরে দলীয় সিদ্ধান্তে তিনি পদত্যাগ করেন।
ঠিকানা/এএস



ঠিকানা অনলাইন


