নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে আগামী ৭ অক্টোবর প্রাক্তন নটরডেমিয়ানদের গ্লোবাল কনভেনশন আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গত ৩১ আগস্ট বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা (বন্দনা) বাংলাদেশ সমন্বয় কমিটির সাথে বৈঠককালে তিনি এ আশ্বাস দেন। ঢাকায় পররাষ্ট্র সচিবের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ টিমের সমন্বয়কারী প্রোগ্রেস গ্রুপের চেয়ারম্যান স্থপতি মোহাম্মদ আল-আমিন, বিশিষ্ট পোষাক রপ্তানিকারক প্রতিষ্ঠান উর্মি গ্রুপের চেয়ারম্যান আশফাক হোসেন, টেক্সটাইল রপ্তানিকারক আসলাম খলিল, অতিরিক্ত সচিব (প্রশাসন) শহীদুল হক ভূঁইয়া। বৈঠকে বন্দনা বাংলাদেশ সমন্বয় কমিটি অনুষ্ঠিতব্য প্রথম গ্লোবাল কনভেনশনের প্রস্তুতি সার্বিক দিক তুলে ধরে।
বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রাক্তন নটরডেমিয়ানদের নিয়ে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ৭ অক্টোবর নিউইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করা নটরডেমিয়ানরা তাদের পরিবারসহ সম্মেলনে অংশ নেবেন বলে আয়োজকরা জানিয়েছেন।