Thikana News
০২ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০২ নভেম্বর ২০২৫





 

আফগানিস্তানের সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ : রণধীর জয়সওয়াল 

আফগানিস্তানের সার্বভৌমত্ব-অখণ্ডতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ : রণধীর জয়সওয়াল  ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি : সংগৃহীত





 
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘাতকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে পাকিস্তানের আচরণের তীব্র সমালোচনা করেন।

গতকাল ৩০ অক্টোবর (বৃহস্পতিবার) দেওয়া বিবৃতিতে জয়সওয়াল বলেন, আফগানিস্তানের নিজস্ব ভূখণ্ডে পাকিস্তানের সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগের অধিকার নিয়ে আমরা ক্ষুব্ধ। তার অভিযোগ, ইসলামাবাদ মনে করে, সীমান্তে সন্ত্রাসবাদ অনুশীলনের অধিকার তাদের আছে। জয়সওয়াল পাকিস্তানের এই মনোভাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেন এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তানের পাল্টা জবাবে দুই দেশের সীমান্তে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছিল। টানা কয়েকদিনের এই সংঘাত কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িকভাবে থামানো সম্ভব হয়।

তবে এই সংঘাতের একটি দীর্ঘস্থায়ী সমাধান খুঁজতে গত ২৭ অক্টোবর (সোমবার) ইস্তাম্বুলে আবারও আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তান। কিন্তু ২৯ অক্টোবর (বুধবার) পাকিস্তান জানায়, আলোচনা ব্যর্থ হয়েছে এবং কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

ইসলামাবাদের নিরাপত্তা কর্মকর্তারা অভিযোগ করেন, পাকিস্তান তালেবান (টিটিপি) গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাকিস্তানের মূল দাবি থেকে অবস্থান পরিবর্তন করেছে আফগান প্রতিনিধি দল। 

দুই দেশের মধ্যে এমন চরম উত্তেজনার সময়ে আফগানিস্তানের সার্বভৌমত্বের পক্ষে ভারতের এই জোরালো অবস্থান আঞ্চলিক ভূ-রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স