Thikana News
৩০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫


মোদিকে 'সবচেয়ে সুন্দর মানুষ' এবং 'খুনি' বললেন ট্রাম্প

মোদিকে 'সবচেয়ে সুন্দর মানুষ' এবং 'খুনি' বললেন ট্রাম্প ছবি : সংগৃহীত



 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করতে গিয়ে তাকে একাধারে 'সবচেয়ে সুন্দর মানুষ' এবং 'খুনি' হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

এশিয়া সফরের অংশ হিসেবে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় থাকা ট্রাম্প, সেখানে এপেক সম্মেলনে যোগ দেবেন। এর আগে মঙ্গলবার একটি অনুষ্ঠানে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার চারদিনের যুদ্ধ নিয়ে কথা বলেন এবং পারমাণবিক শক্তিধর দুই দেশের সেই যুদ্ধ তিনিই বন্ধ করেছেন বলে দাবি করেন।

 

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন প্রথমে তিনি যুদ্ধ বন্ধ করতে দুই দেশকে আহ্বান জানিয়েছিলেন। কিন্তু তারা রাজি হয়নি। এরপর ভারত-পাকিস্তান তার কাছে ধর্ণা দিয়ে যুদ্ধ বন্ধ করে। যুদ্ধ বন্ধ না করলে ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি না করার হুমকি দিয়েছিলেন বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

 

ট্রাম্প বলেন, "আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে। আমাদের দুজনের বেশ ভালো সম্পর্ক।" একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রীকেও একজন অসাধারণ মানুষ বলেন ট্রাম্প।

 

তিনি বলেন, আমি জেনেছি ভারত-পাকিস্তান যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল। তারা হলো দুটি পারমাণবিক শক্তিধর দেশ। আর তারা ওইদিকে এগোচ্ছিল।

 

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে জানাই, আপনার সঙ্গে আমরা বাণিজ্য চুক্তি করতে পারব না। মোদি বলেন, ‘না, না, আমাদের চুক্তি করতে হবে।’ আমি বলি, ‘না আমরা চুক্তি করতে পারব না, কারণ আপনি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করছেন। আমরা চুক্তি করতে পারব না।

 

তিনি যোগ করেন, এরপর আমি পাকিস্তানকে ফোন করি। তাদের বলি, ‘আপনাদের সঙ্গে আমরা বাণিজ্য করব না। কারণ আপনারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছেন।’ তারা আমাকে বলে, ‘না আমাদের যুদ্ধ করতে দিন’। তারা উভয়ই বলেছে, তারা শক্তিশালী।

 

মোদিকে নিয়ে তার মন্তব্য ছিল বেশ নাটকীয়। ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদি দেখতে সবচেয়ে সুন্দর। তাকে দেখে মনে হবে তাকে আপনি আপনার বাবার মতো ভালোবাসতে চাইবেন। কিন্তু মোদি হলেন একজন খুনি। সে বেশ কঠোর। আমাকে বলে, ‘না আমরা পাকিস্তানের সঙ্গে লড়াই করব।’ আমি তখন বলি, ‘বাহ, এটি কি সেই মোদি যাকে আমি চিনি?”

 

ট্রাম্পের ভাষ্যমতে, এর প্রায় দুইদিন পর তারা আমাকে ফোন করে বলে, আমরা বুঝতে পেরেছি। এরপর তারা যুদ্ধ বন্ধ করে দেয়। বিষয়টি অসাধারণ ছিল না?

 

ট্রাম্প জানান, সেই যুদ্ধে সাতটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল এবং দুই পারমাণবিক শক্তিধর দেশ একটি সংঘাতের দিকে এগোচ্ছিল।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স