চট্টগ্রামের বাকলিয়ায় যুবদল কর্মী সাজ্জাদ হত্যা মামলায় এজাহারনামীয় ৬ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৮ অক্টোবর (মঙ্গলবার) থেকে আজ ২৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার এজাহারনামীয় আসামিরা হলেন—সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত।
এ ছাড়াও মো. ওসমান, দিদারুল আলম চৌধুরী রাসেল নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, ‘সাজ্জাদ হত্যার ঘটনায় তার বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৪৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। এ ঘটনায় ডিবি ও থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ঠিকানা/এএস


ঠিকানা অনলাইন


