Thikana News
২৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


প্রকল্পের ভাগ বাটোয়ারা  নিয়ে ইউএনও-পিআইও’র দ্বন্দ্ব 

প্রকল্পের ভাগ বাটোয়ারা  নিয়ে ইউএনও-পিআইও’র দ্বন্দ্ব 



 
ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)  প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে টিআর কাবিখার ৪ কোটির টাকার প্রকল্প নিয়ে ইউএনও-পিআইও’র মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। দ্বন্দ্বের জেরে আজ ২৮ অক্টোবর (মঙ্গলবার) পিআইও’র বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার চেয়ারম্যানগণ। উপজেলার এগারো ইউপি চেয়ারম্যান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) এবং গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিখা/কাবিটা ২০২৪-২০২৫ অর্থবছরের প্রকল্পে ২৫% নগদ অর্থ ঘুষ এবং সরকারি নিয়ম ছাড়াই ১৫% ভ্যাট,  আয়কর ও প্রত্যেক প্রকল্পের মাস্টাররোল জমার নাম করে আরও ৩ হাজার টাকা করে প্রতি প্রকল্পে  আদায়ের অভিযোগ করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক বরাবরে একটি লিখিত  অভিযোগও দায়ের করেছেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম বলেন, গত শুক্রবার আমার অনুপস্থিতিতে ইউএনও সানজিদা রহমান স্যার ও তার নাজির মাজহার করিম আমার অফিসে বসে ৪ কোটি টাকার প্রকল্পের তালিকা প্রস্তুত করে আমাকে তালিকায় স্বাক্ষর করতে বলেন। আমি প্রকল্পের তালিকা যাছাই-বাছাই করে স্বাক্ষর করার কথা বলায় ইউএনও মহোদয় আমার প্রতি ক্ষিপ্ত হন।

ইউএনও সানজিদা রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ৪ কোটি টাকার প্রকল্পের ৮০ ভাগ ইউনিয়ন চেয়ারম্যানদের তালিকা মাফিক বাস্তবায়নের নিয়ম। ২০ ভাগ উপজেলা পরিষদের প্রকল্প। এ প্রকল্পের তালিকা প্রস্তুত করে পিআইওকে স্বাক্ষর করতে বলায় তিনি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান। 

অফিস বন্ধের দিনে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে বসে তালিকা প্রস্তুতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পিআইও’র অফিসে তো আমি যেতেই পারি।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স