রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী দিপিতা চাকমাকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
৬ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় অপহরণের ছয় ঘণ্টা পর তাকে অক্ষত উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সাজেক ভ্যালিতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমির সঙ্গে বিভাগের ৩৪ জন শিক্ষার্থী রওনা দেন। দুপুর একটার দিকে সাজেকের রুইলুই পাড়া পর্যটনকেন্দ্রের অদূরে সিজকছড়া জিরো মাইল নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়িটি যান্ত্রিক ত্রুটির কারণে থামে। তখন ১০ থেকে ১২ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী গাড়িতে কোনো ‘পাহাড়ি’ শিক্ষার্থী আছে কি না জানতে চায় এবং খুঁজতে থাকে। গাড়িতে ‘পাহাড়ি’ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হওয়ার পর সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর আক্রমণ চালিয়ে গাড়িতে থাকা দিপিতা চাকমাকে (২৫) অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পরপরই ওই ছাত্রীকে উদ্ধারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অপহরণের ছয় ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় সাজেক থানার দাঁড়িপাড়া বনেআদম নামক স্থান থেকে দিপিতা চাকমাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সাজেক থানা ও রাঙামাটি জেলা পুলিশের একাধিক টিম সমন্বয় করে অভিযানের মাধ্যমে অপহৃত ছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
ঠিকানা/এনআই