Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


ভালোবেসে বিয়ে, কেন ১৫ বছরের সংসার ভাঙছে জয়-মাহির

ভালোবেসে বিয়ে, কেন ১৫ বছরের সংসার ভাঙছে জয়-মাহির ছবি : সংগৃহীত



 

পশ্চিমবঙ্গের টেলিভিশনের তারকা দম্পতি জয় ভানুশালী ও মাহি ভিজের ১৫ বছরের দাম্পত্য জীবন ভাঙছে। কয়েক মাস আগে আদালতে বিচ্ছেদের আবেদন জানান এই তারকা জুটি। সম্প্রতি তাদের বিচ্ছেদের আইনি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

 

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, সম্পর্কের অবনতি হওয়ায় মাহি ও জয় দীর্ঘদিন ধরে আলাদা থাকতেন। ২০২৪ সালের জুলাইয়ে শেষবার একসঙ্গে পারিবারিক ছবি শেয়ার করেন। এমনকি আগস্টে তাদের মেয়ে তারার জন্মদিন উদযাপনের সময়ও দুজনকে আলাদা অবস্থানে দেখা গেছে।

 

জয়ের প্রতি মাহির সন্দেহ এবং পারিবারিক জীবনের অমিল বিচ্ছেদের পেছনে মূল কারণ হিসেবে কাজ করছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আনন্দবাজার।

 

দীর্ঘদিন প্রেমের পর ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন জয় ও মাহি। তাদের সংসারে তিনটি সন্তান রয়েছে। মাহির গর্ভজাত মেয়ের নাম তারা। এছাড়া রাজবীর ও খুশি নামের দুই সন্তান দত্তক নেন তারা।

 

দীর্ঘদিন একসঙ্গে ভ্লগ করে ব্যক্তিগত ও পারিবারিক মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতেন মাহি-জয়। সম্প্রতি তাদের জীবনধারায় পরিবর্তন আসে। আলাদা হওয়ার পর পেশাদার জীবন সক্রিয় রাখলেও ব্যক্তিগত জীবনের বিষয়গুলোতে দূরত্ব বজায় রেখেছেন এই দম্পতি।

 

মাহি ও জয় বিচ্ছেদের বিষয়ে কোনো প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে তারা বিচ্ছেদের প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে এগিয়ে নিতে চান, যাতে সন্তানদের মানসিক ক্ষতি না হয়।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স