Thikana News
২৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাৎ

প্রবাসীদের জন্য ৫০টি আসনের কথা বললেন এম এম শাহীন

প্রবাসীদের জন্য ৫০টি আসনের কথা বললেন এম এম শাহীন ছবি ঠিকানা



 
যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে প্রবাসীদের জন‍্য ৫০টি আসনের দাবি জানিয়েছেন সাবেক সংসদ সদস্য এম এম শাহীন। এক সৌজন্য সাক্ষাতে তিনি বাংলাদেশ বিমানের নিউইয়র্ক–ঢাকা রুট দ্রুত চালুর ব্যবস্থা, সংবিধানের ৬৬(গ) অনুচ্ছেদ সংশোধন যাতে জন্মসূত্রে বাংলাদেশি হলেও পরবর্তীতে দ্বৈত নাগরিকত্ব নেওয়া ব্যক্তিরাও জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগসহ প্রবাসীদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

এদিকে জামায়াতের আমিরের সঙ্গে এম এম শাহীনের সাক্ষাৎ নিয়ে নানা আলোচনা চলছে। অনেকে বলছেন, ডা. শফিক এবং এম এম শাহীন দুজনই মৌলভীবাজারের সন্তান।

এম এম শাহীন দুবারের সংসদ সদস্য এবং ঠিকানা গ্রুপের কর্ণধার। জামায়াতের আমিরের সঙ্গে তাঁর এই সৌজন্য সাক্ষাৎ মৌলভীবাজারের রাজনীতিতে নতুন কোনো মোড় নেবে কি না এমন প্রশ্নের জবাবে এম এম শাহীন জানান, আগামীতে রাজনীতি থেকে দূরে থাকবেন। তবে  একজন প্রবাসী হিসেবে দাবিদাওয়া আদায়ে বিগত ৪০ বছরের মতো আগামীতে সোচ্চার থাকবেন। দাবির বিষয়ে তিনি বলেন, একজন জাতীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমান পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তাই তাঁর কাছেও আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। রাজনীতি বিষয়ে তাঁর সঙ্গে কী আলোচনা হয়েছে, তা আগামীতে জানাবেন বলে মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সাবেক সংসদ সদস্য শাহীন জানান, ডা. শফিকুর রহমান একজন নীতিনিষ্ঠ, শান্ত স্বভাবের মানুষ। পেশায় চিকিৎসক হলেও তিনি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতি ও সমাজসেবার সঙ্গে যুক্ত। সংযম, ন্যায়বোধ ও নৈতিকতার ভিত্তিতে তিনি দলকে এগিয়ে নিচ্ছেন বলে চিন্তকদের ধারণা। তাঁর সঙ্গে প্রায় দেড় ঘণ্টা একান্ত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

গত চল্লিশ বছর ধরে যখনই সুযোগ মেলে তখনই প্রবাসীদের কথা বলেন উল্লেখ করে শাহীন জানান, জামায়াতের আমিরের কাছে প্রবাসীদের পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ দাবি তাঁর নজরে আনার চেষ্টা করেছি।

তিনি জানান, জামায়াত আমিরের সঙ্গে এই আলোচনা শুধু রাজনীতি নিয়ে ছিল না—এটি ছিল প্রবাসী জীবনের বেদনা, প্রত্যাশা ও মাতৃভূমির প্রতি আমাদের অটুট ভালোবাসার এক আন্তরিক বৈঠক।

কমেন্ট বক্স