Thikana News
২৩ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

প্রবাসীরাই দেশ চালাচ্ছেন : উপদেষ্টা সাখাওয়াত

প্রবাসীরাই দেশ চালাচ্ছেন : উপদেষ্টা সাখাওয়াত ছবি সংগৃহীত



 
রেমিট্যান্স-প্রবাহের মাধ্যমে প্রবাসীরাই দেশ চালাচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

বুধবার (২২ অক্টোবর) রাজধানীর এলিফেন্ট রোডে বিআইআইএসএস অডিটরিয়ামে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

সাখাওয়াত বলেন, ‘প্রবাসীরাই দেশ চালাচ্ছেন, আমরা না। বাংলাদেশিরা মধ্যপ্রাচ্যকে রিবিল্ড করেছে। সেসব দেশের ন্যাশনাল লিডাররাও এমনটাই মানছে।’

কোনো দেশের বিপক্ষে নন জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘প্রতিবেশী তিন দেশের নিউক্লিয়ার ওয়ার হলে আমাদের কী হবে, সেটা মাথায় রেখেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।’

মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, ‘যেহেতু মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত, এ জন্য দুদেশেরই দুদেশকে প্রয়োজন। তবে রোহিঙ্গা ইস্যু আমরা খারাপভাবে সামলেছি।’

আরাকান আর্মি রোহিঙ্গা প্রত্যাবাসন চাচ্ছে না উল্লেখ করে সাখাওয়াত বলেন, ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি।’

সেমিনারে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেন, ‘আমাদের একটাই উদ্দেশ্য, রোহিঙ্গাদের নিজ দেশে ব্যাক করানো। জেনজি আমাদের উজ্জীবিত করে, আমরা তাদের কথা শুনব।’

বাংলাদেশের জটিল কিছু প্রতিবেশী রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তাদের মধ্যে স্বাধীনতার পর থেকেই মিয়ানমার আমাদের জন্য গ্রেটেস্ট প্রবলেম, এটা দিন দিন বাড়ছে। মিয়ানমারে যেই তিনটি পার্টি রয়েছে, তাদের মধ্যে আরাকান আর্মি রোহিঙ্গাদের ঘৃণা করে। রোহিঙ্গা প্রত্যাবাসনে তারাই এখন সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।’

কামরুল হাসান আরও বলেন, ‘পাকিস্তান আমাদের থেকে ২৫-৩০ বছর ধরে ন্যাশনাল সিকিউরিটিতে এগিয়ে রয়েছে, তাদের রাজনৈতিক পরিবেশ এবং বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের কারণে।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স