Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


মাদ্রিদে স্পেন-বাংলাদেশ এক্সপো সফলভাবে সম্পন্ন 

মাদ্রিদে স্পেন-বাংলাদেশ এক্সপো সফলভাবে সম্পন্ন 



 
বকুল খান স্পেন থেকে : ২০৩০ ফিফা বিশ্বকা‌পের আ‌য়োজন ঘি‌রে স্পে‌নের বাজা‌রে বাংলা‌দে‌শের তৈ‌রি পোশাক ও কৃ‌ষিজাতসহ অন্যান্য প‌ণ্যের চা‌হিদা বাড়‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দু’দে‌শের ব‌্যবসা সং‌শ্লিষ্টরা। ত‌বে বাংলা‌দেশ থে‌কে পণ‌্য রপ্তা‌নির ক্ষে‌ত্রে আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতা কমা‌নোসহ নানা বিষ‌য়ে সরকা‌রের সহ‌যো‌গিতার ওপর জোর দি‌য়ে‌ছে বাংলা‌দেশ-‌স্পেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। গত সোমবার মা‌দ্রিদের এক‌টি অভিজাত হো‌টে‌লে স্পেন বাংলা‌দেশ চেম্বার অফ কমা‌র্সের এ এক্স‌পো ঘি‌রে ছি‌ল দু‌’দে‌শের ব‌্যবসা সং‌শ্লিষ্ট‌দের তুমুল আগ্রহ। যেন সবার মা‌ঝেই ছি‌ল নতুন অর্থনী‌তির দিগন্ত উন্মোচনের প্রত‌্যয়।

মা‌দ্রিদে নিযুক্ত বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত মাসুদুর রহমান জানা‌ন, দু’‌দেশের ম‌ধ্যে ব‌্যবসা সম্প্রসার‌ণে তার অব‌্যাহত প্রচেষ্টার কথা। আর স্পে‌নের সি‌নেটর অন্তোনিও গু‌তে‌রেজ লি‌মো‌নেস জানা‌লেন ফিফা বিশ্বকাপ ঘি‌রে নতুন ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা।
ত‌বে স্পেন বাংলা‌দেশ চেম্বার অফ কমা‌র্সের দা‌বি পণ‌্য রপ্তা‌নি বাড়া‌তে গে‌লে কমা‌তে হ‌বে আমলাতা‌ন্ত্রিক জ‌টিলতা। একই সঙ্গে সম্প্রতি শাহজালাল বিমানবন্দ‌রে ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডের ঘটনায় ‌তারা জোর দি‌লেন নিরাপত্তার বিষয়‌টি‌তে।

এস‌বি‌সি‌সিআইয়ের প্রেসি‌ডেন্ট মুহাম্মদ আশিকুর রহমান ও সে‌ক্রেটা‌রি জেনা‌রেল আশিক এলাহী চৌধুরী অনুষ্ঠানের সকল অতিথি এবং স্পেনিশ ব্যবসায়ীদের স্বাগত জানান। এ আ‌য়োজ‌নে অংশ নেয় বাংলা‌দেশ ও স্পে‌নের বিশ‌টিরও বে‌শি প্রতিষ্ঠান। স্পেন-বাংলাদেশ এক্সপো সফলভাবে সম্পন্ন হয়েছে।  

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স