Thikana News
২১ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে : রিজভী

বাংলাদেশকে অস্থিতিশীল করতে দেশি-বিদেশি চক্রান্ত চলছে : রিজভী ছবি : সংগৃহীত



 
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, একটা সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। দেশকে অস্থিতিশীল করা এবং ‘হাসিনা বিহীন বাংলাদেশ চলতে পারছে না’— এ বার্তা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে দিতে দেশি-বিদেশি শক্তির হাত থাকতে পারে। ২০ অক্টোবর (সোমবার) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামের ফুলমুড়ি এলাকায় “আমরা জিয়া পরিবার” সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিল্পী জাহাঙ্গীর আলমের বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সরকারের উচিত হবে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলোর পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে সর্বদা সতর্ক ও জাগ্রত রাখা। তিনি বলেন, প্রশাসনের অভ্যন্তরেও নাশকতাকারীদের দোসর রয়েছে। আমরা বহুবার বলেছি, প্রশাসনের ভিতরেও কিছু লোক আছে যারা এসব ঘটনার সঙ্গে জড়িত। সরকার যদি আগে থেকেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতো, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

নির্বাচন প্রসঙ্গে রিজভী আহমেদ বলেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যে দৃঢ়তা দেখিয়েছে, তাতে আমরা আশাবাদী—তাদের পক্ষে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করা সম্ভব।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স