Thikana News
২০ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২০ অক্টোবর ২০২৫

ছাত্রদল নেতা জুবায়েদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বংশাল থানা ঘেরাও

ছাত্রদল নেতা জুবায়েদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বংশাল থানা ঘেরাও ছবি সংগৃহীত



 
পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বংশাল থানা ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা। এ ছাড়া সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন তারা।

রোববার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে থানার সামনে রাস্তা অবরোধ করে অবস্থান শুরু করেন বিশ্ববিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘রাস্তাঘাটে ছাত্র মরে, প্রশাসন কী করে?’-সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

ইমন নামের বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আজ রাতের মধ্যেই খুনিদের গ্রেপ্তার করতে হবে। যদি প্রকৃত খুনিদের গ্রেপ্তার করতে প্রশাসন ব্যর্থ হয়, তাহলে কাল থেকে ঢাকা অচল করে দেওয়া হবে।’

এর আগে রাত ১১টা ১০ মিনিটে রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে জুবায়েদের ছাত্রী বর্ষাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এ বিষয়ে লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, ‘প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া সিসিটিভির ফুটেজ দেখে ইতোমধ্যে আমরা দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের আটকের জন্য আমাদের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করি, খুব স্বল্প সময়ের মধ্যে তাদেরকেও আটক করতে সক্ষম হব।’

এর আগে বিকেল সাড়ে চারটার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাত করে খুন করা হয় জুবায়েদকে। এর দেড় ঘণ্টা পর ক্যাম্পাসে ঘটনা জানাজানি হলে ওই বাসা ঘিরে রাখে পুলিশ। পরে দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ধরে ঘটনাস্থলে পুলিশ ও পিবিআই তদন্ত করে প্রাথমিক আলামত সংগ্রহ করে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স