ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এমএ মজিদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
আজ ১৯ অক্টোবর (রবিবার) ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় আগামীর ঈশ্বরগঞ্জ নিয়ে কথা বলেন। ফ্যাসিলিটিজ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমএ মজিদ জানান, দলের সিনিয়র নেতারা তাকে মনোনয়ন দেয়ার ব্যাপারে আশ্বাস প্রদান করেছেন। যার প্রেক্ষিতে অতীতের ন্যায় এবারও মাঠে কাজ করছেন। তিনি আরও বলেন, দল যদি মনোনয়ন দেয় তাহলে তিনি দলের একজন পুরাতন কর্মী হিসেবে জনগণের ভোটে নির্বাচনে জয়লাভ করবেন।
সভায় সাংবাদিকদের সঙ্গে আলোচনায় এমএ মজিদ বলেন, নির্বাচনী সময়ে স্থানীয় মানুষের সমস্যার সমাধান, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেবেন। তিনি আশা প্রকাশ করেন, স্থানীয় নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ একযোগে কাজ করলে বিএনপির প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে সাফল্য অর্জন করতে পারবেন।
এছাড়া তিনি বলেন, নির্বাচন শুধু রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং মানুষের সেবা ও এলাকার উন্নয়নের প্রতিফলন। তাই তিনি নিজের রাজনৈতিক কর্মজীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ঈশ্বরগঞ্জে জনগণের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম আরও গতিশীল করবেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আ. হাকিম, তারুন্দিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের দলের সক্রিয় নেতৃবৃন্দ।
ঠিকানা/এসআর