Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

জবি ছাত্রদল নেতা খুন

জবি ছাত্রদল নেতা খুন ছবি : সংগৃহীত



 

পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ১৯ অক্টোবর (রবিবার) সন্ধ্যার দিকে টিউশনিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। রাজধানীর আরমানিটোলার পানির পাম্প গলিতে তার টিউশনির বাসায় মরদেহ পাওয়া যায়। এ তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

নিহত জুবায়েদ হোসাইন জবির পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।

ওসি বলেন, জুবায়েদ ছুরিকাঘাতে নিহত হয়েছেন। ওই বাসায় তিনি টিউশনি করাতেন। এখনো মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘মৃত্যুর খবর শুনেছি। এখনো কারণ জানা যায়নি। খুবই বেদনাদায়ক এটি। পুলিশকে সকল সিসিটিভি ক্যামেরা দেখতে বলেছি। আমি স্পটে যাচ্ছি।’ 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স