লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমেছেন বিরাট কোহলি। মার্চের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি তাকে। মূলত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা জয়ের পর আর কোনো ওয়ানডে খেলেনি ভারত। ২২৪ দিন পর খেলতে নেমে ডাক খেয়েছেন কোহলি।
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার আগে ‘ফক্স স্পোর্টস’-এ অ্যাডাম গিলক্রিস্ট ও রবি শাস্ত্রীর সঙ্গে কথা বলেন কোহলি। সেখানেই শাস্ত্রী তার ফিটনেস ও মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন করেন। টেস্ট ও টি-টোয়েন্টি ছেড়ে দেওয়ার পর শুধুমাত্র ওয়ানডের জন্য নিজেকে তৈরি রাখা কতটা কঠিন, সেই প্রশ্ন করেন শাস্ত্রী।
শাস্ত্রীর প্রশ্নের জবাবে কোহলি বলেন, 'গত ১৫-২০ বছরে প্রচুর ক্রিকেট খেলেছি। বিশ্রামই পাইনি। আমিই বোধহয় সবচেয়ে বেশি ক্রিকেট খেলেছি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি আইপিএলও খেলেছি। তাই এই বিশ্রাম আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। মানসিক ভাবে নিজেকে সুস্থ রাখতে সুবিধা হয়েছে।'
বিশ্রাম নিলেও শারীরিকভাবে যে তিনি এখনও আগের মতোই রয়েছেন তা স্পষ্ট করে দিয়েছেন কোহলি। তিনি বলেন, 'এই সিরিজের আগে নিজেকে শারীরিকভাবে তৈরি রাখাটাই গুরুত্বপূর্ণ ছিল। লন্ডনে যে সময় কাটিয়েছি সেটা কাজে লাগিয়েছি। আমি এমন একজন ক্রিকেটার, যে প্রস্তুতি ছাড়া খেলতে নামে না। এই সিরিজেও সেটাই দেখা যাবে। আমি তৈরি। শারীরিক ভাবে এখন আগের থেকেও বেশি ফিট।'
অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা নিয়ে কোহলি বলেন, 'অস্ট্রেলিয়ায় খেলতে সব সময় ভালো লাগে। এখানে খেলা কঠিন। অনেক লড়াই লড়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। অস্ট্রেলিয়ার সমর্থকেরা সব সময় আপনাকে চাপে রাখবে। কিন্তু ভালো খেললে দু’হাত তুলে হাততালিও দেবে। এখানে খেলার অভিজ্ঞতাই আমাকে কোহলি বানিয়েছে।'
ঠিকানা/এএস