Thikana News
১৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

৯ বছরে প্রথম এমন দুর্দশায় পড়ল ব্রাজিল 

৯ বছরে প্রথম এমন দুর্দশায় পড়ল ব্রাজিল 



 
এর আগে ১৩ দেখায় কখনোই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি এশিয়ান পরাশক্তি জাপান। তাদের সর্বোচ্চ সাফল্য ছিল ২ ম্যাচে ড্র। তবে এবারের অক্টোবর উইন্ডোতে জাপান প্রীতি ম্যাচ খেলতে নেমে প্রথমবার ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে। প্রথম জয় ও হার বিবেচনায় উভয় দলের জন্যই ম্যাচটি ঐতিহাসিক। এর ফল পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফিফা র‌্যাঙ্কিংয়ে তারা গত ৯ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে।

অক্টোবর উইন্ডোতে এশিয়ায় সফর করেছে ব্রাজিল। দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কার্লো আনচেলত্তির দল এই সফর শুরু করেছিল। কিন্তু পরের ম্যাচেই তারা হোঁচট খায় জাপানের বিপক্ষে। প্রথমার্ধে দ্বিগুণ লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে প্রথমবারের মতো সেলেসাওরা জাপানের কাছে হেরেছে। কোচ আনচেলত্তি অবশ্য এখনও ব্রাজিলের স্কোয়াডে নিজের পছন্দের সমন্বয় খুঁজছেন। ফলে বিভিন্ন পজিশনে তাকে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে দেখা যাচ্ছে।

জাপানের কাছে হেরে ফিফা র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে নেমে গেছে ব্রাজিল। যা ২০১৬ সালের আগস্টের পর সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের জন্য সর্বনিম্ন অবস্থান। ফিফার গত হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে এক ধাপ অবনতির পর ব্রাজিল ছয়ে নেমে গিয়েছিল। এবার ১৭৫৮.৮৫ পয়েন্ট নিয়ে আরও এক ধাপ অবনতি হলো তাদের। এর আগে ২০১৬ সালের আগস্টে ব্রাজিল ১১৫৬ পয়েন্ট নিয়ে নয় নম্বর র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিল। তবে পরবর্তী নয় বছরে কখনও ছয়ের নিচে নামেনি সেলেসাওরা। এবারই প্রথম তারা এমন ব্যাকফুটে অবস্থানে।

এর আগে অবশ্য ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সবচেয়ে খারাপ পারফরম্যান্সের কীর্তি গড়ে এবার। কনমেবল বাছাইয়ের পাঁচে থেকে তারা ২০২৬ বিশ্বকাপে খেলতে যাচ্ছে। বাছাইপর্ব শেষে ১৮ ম্যাচে ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে সেলেসাওদের পয়েন্ট ২৮। যেখানে ব্রাজিলের সাফল্যের হার ৫১ শতাংশ। যা তাদের বাছাইয়ের ইতিহাসে সর্বনিম্ন। ৫৫.৬ শতাংশ সাফল্য ছিল ২০০২ বিশ্বকাপের আগে। যদিও ওই আসরেই ব্রাজিল নিজেদের পঞ্চম ও শেষবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিল। এ ছাড়া কোনো আসরের বাছাইয়ে ৬৩ শতাংশের কম সাফল্য পায়নি ব্রাজিল।

এদিকে, ফুটবলের বিশ্ব র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। এ ছাড়া বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার একধাপ উন্নতি ও সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের একধাপ অবনতি হয়ে যথাক্রমে অবস্থান দ্বিতীয় ও তৃতীয়। ৪–৫ নম্বরে যথাক্রমে ইংল্যান্ড ও পর্তুগালের অবস্থান অপরিবর্তিত। ব্রাজিল সাতে নামার সুযোগ একধাপ এগিয়ে ছয়ে উঠেছে বেলজিয়াম। বেলজিয়াম আটে এবং এক ধাপ এগিয়ে ইতালি নয় ও জার্মানি দুই ধাপ উন্নতি করে ১০ নম্বরে স্থান নিয়েছে।

এবারের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের একধাপ উন্নতি হয়েছে। ১৮৪ থেকে ১৮৩তম অবস্থানে এসেছে হামজা-জামালরা। ফিফার অক্টোবর উইন্ডোতে বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম এন্ড অ্যাওয়ে দু’টি ম্যাচ খেলেছে। ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে হারলেও, অ্যাওয়ে ম্যাচে ১-১ গোলে ড্র করে লাল-সবুজের দল। হংকং বাংলাদেশের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৩৮ ধাপ এগিয়ে। তাদের মাটিতে গিয়ে ড্র করায় বাংলাদেশের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স