Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
ফায়ার সার্ভিসের ডিজি

তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে

তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে ছবি সংগৃহীত



 
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য জানান।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। এখনো আমাদের সদস্যরা কাজ করছে। পুরোপুরি নির্বাপণ করে আমরা দায়িত্ব হস্তান্তর করব। আগুনে দুজন ফায়ার ফাইটার এবং কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন। তবে কেউ গুরুতর নন।

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ‘তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। ভেতরে কার্গো রাখার জায়গা খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।’

তিনি আরও বলেন, ‘এক পাশে আগুন নেভানো হয়েছে, সেখান থেকে মালামাল বের করে দেওয়া হয়েছে। আমাদের প্রথম কাজ আগুন পুরোপুরি নির্বাপণ করা। পরে বসে দেখা হবে কোথায় কী ক্ষতি হয়েছে এবং কারা সমস্যায় পড়েছেন।’

কেমিক্যাল জাতীয় কোনো পণ্য ছিল কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, ‘এখনই সেটা বলা সম্ভব নয়।’

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স