Thikana News
১৯ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

রোববার থালা-বাটি হাতে নিয়ে ‘ভুখা মিছিল’ করবেন শিক্ষকরা

রোববার থালা-বাটি হাতে নিয়ে ‘ভুখা মিছিল’ করবেন শিক্ষকরা ফাইল ছবি



 
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দফা দাবিতে টানা এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন। কয়েক দিন অবস্থান কর্মসূচির পর এখন তারা বসেছেন অনশনে। আগামীকাল রোববার শহীদ মিনার থেকে থালা-বাটি নিয়ে শিক্ষা ভবনের দিকে ‌‘ভুখা মিছিল’ করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, ‘ইতিমধ্যেই আমাদের ১০০ জন শিক্ষক অনশন কর্মসূচি পালন করছেন, বাকিরা অবস্থান কর্মসূচি করছেন। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ভুখা মিছিল বের হবে।’

শিক্ষকরা জানান, অংশগ্রহণকারীরা ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় মিছিল করে নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করবেন ‘ভুখা’ মিছিলের মাধ্যমে। ন্যায্য সম্মান না পাওয়া বা সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে এই কর্মসূচি পালন করা হবে।

শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী আরও বলেন, ‘যতক্ষণ দাবি আদায় না হবে, ততক্ষণ সারা দেশের শিক্ষকরা রাজপথ ছাড়বেন না। প্রয়োজনে আমরা রক্ত দেব, তবু দাবি আদায় করে ছাড়ব।’

প্রসঙ্গত, বাড়িভাড়া বাড়ানোসহ ৩ দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শুক্রবার দুপুর থেকে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন তারা।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স