Thikana News
১৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির

জুলাই যোদ্ধাদের স্বৈরাচারের দোসর বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির



 
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই যোদ্ধাদেরকে স্বৈরাচারের দোসর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে।
১৮ অক্টোবর (শনিবার) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড একাউন্টের এ পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি বলেন, ‘দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলোর ব্যাপারে এমন কথা বলবো না। কেউ এমন আচরণ করলে জাতি তাদেরকে ক্ষমা করবে না।’

তিনি আরও বলেন, ‘সকল ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা দায়িত্বশীলতার পরিচয় দিবো, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনায় মন্তব্য করে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী এখানে জড়িত। জুলাই যোদ্ধাদের সঙ্গে জড়িত কেউ এ ঘটনায় সংশ্লিষ্ট নয়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স