বাংলাদেশ থেকে ১৭ বছরে ২৪০ বিলিয়ন ডলার পাচার হয়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ১৭ অক্টোবর (শুক্রবার) ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আসাদুজ্জামান বলেন, ‘২৪০ বিলিয়ন ডলার মানে প্রতি বছরে প্রায় ১৬ বিলিয়ন ডলার। বছরে ১৩৬ বিলিয়ন ডলারের অর্থ হলো ২১ লাখ কোটি টাকা। আমার দেশের এক বছরের বাজেট প্রায় ৭ লাখ কোটি টাকা। দেশের তিন বছরের বাজেটের সম পরিমাণ টাকা প্রতিবছর লুটপাট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘লুটেরা পালিয়ে গিয়ে বিদেশে শান্তিতে বসবাস করছে। এই লুটেরাদের বিরুদ্ধে বাংলাদেশের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে এই সাইবার ফোর্স। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটপাটের পক্ষে না। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ লুটের বিপক্ষে, খুনের বিপক্ষে, খুনির বিপক্ষে। সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য জিয়া সাইবার ফোর্স গঠিত হয়েছে।’
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তার সব কিছু নিতে সরকার অঙ্গীকারবদ্ধ। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘সরকার তার সঠিক পথে এগিয়ে যাচ্ছে। অনেক মতামত আসবে। সেই মতামত কিভাবে মোকাবেলা করতে হয়, সরকার তা জানে। ফলে বিচলিত হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘১৭ থেকে ১৮ বছর পর বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সাধ অনুভব করবে। ভোটের অধিকার ফিরিয়ে দিতে এই সরকারের সমস্ত শক্তি দিয়ে নিরলসভাবে, নিদ্রাহীনভাবে কাজ করে যাচ্ছে। এই নির্বাচন নিয়ে অনেক কথা শোনা যাবে, তবে সরকার তার লক্ষ্যে পৌঁছাবেই।’
আসাদুজ্জামান বলেন, ‘যারা জুলাই বিপ্লবে অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিচারের ব্যপারেও সরকার জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে।’
জিয়া সাইবার ফোর্স ঝিনাইদহ জেলা সমন্বয়ক মাহাবুবুর রহমানের সঞ্চালনায় ও জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রজিবুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র খলিলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বাবলুসহ প্রমুখ।
এরপর অ্যাটর্নি জেনারেল শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপ্নবাজ ফাউন্ডেশনের দেওয়া সুপেয় পানির পাম্প উদ্বোধন ও হাসপাতালের রোগীদের জন্য নিজ অর্থে ৪০টি সিলিং ফ্যান উপহার দেন।
ঠিকানা/এএস