জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, আশা করছি জুলাই সনদের মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার ভিত্তিক বাংলার গড়ার যাত্রা অব্যাহত থাকবে। ১৭ অক্টোবর (শুক্রবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশার কথা জানান।
আলী রীয়াজ বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের অবদানের মধ্য দিয়ে এই সনদ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিনের রাষ্ট্রীয় সংস্কারের যে আকাঙ্ক্ষা, তার বাস্তবায়ন ছিলো জুলাই অভ্যুত্থান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হওয়া সেই ছাত্র-জনতার অভ্যুত্থান এক দফায় রূপ নিয়েছে। তারই একটি স্মারক হলো এই জুলাই সনদ।
‘জুলাই সনদ’ দিয়ে ভবিষ্যত বাংলাদেশের পথ তৈরি হবে জানিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের এই সহ-সভাপতি বলেন, আমাদের রাজনৈতিক মত ও পথের পার্থক্য থাকবে। কিন্তু আমাদের এক জায়গায় এসে মিলতে হবে। যেকোনো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তারই প্রথম পদক্ষেপ এই জুলাই সনদ।
তিনি বলেন, এর মাধ্যমেই আমরা সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি রাষ্ট্র তৈরি করতে পারব।
ঠিকানা/এএস