তৃণমূল ফুটবলে কাজের স্বীকৃতি হিসেবে এএফসি প্রেসিডেন্টস রিকগনেশন গ্রাসরুট অ্যাওয়ার্ডে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সৌদি আরবের রিয়াদে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) অ্যাওয়ার্ড নাইটে দেয়া হয় এই সম্মাননা।
এবারই প্রথম এএফসি অ্যাওয়ার্ডে দুটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল বাফুফে। মেম্বার অ্যাসোসিয়েশনে লাওস পুরস্কার পাওয়ায় লাল-সবুজদের অপেক্ষা ছিল গ্রাসরুট নিয়ে। প্রথমবারের মতো এই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েই পুরস্কার নিশ্চিত করায় চমক সৃষ্টি করে বাংলাদেশ।
সাফ, এএফসির টুর্নামেন্ট ছাড়াও বয়সভিত্তিক পর্যায়ে আমন্ত্রণমূলক টুর্নামেন্টও খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। যার পুরস্কার স্বরূপ ১০ বছর পর এএফসির কোনো পুরস্কার পেলো বাফুফে।
তৃণমূল ফুটবলে গোল্ড ক্যাটাগরিতে সংযুক্ত আরব আমিরাত ফেডারেশন ও সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মালয়েশিয়া ফুটবল ফেডারেশন।
ঠিকানা/এএস