Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

নির্বাচন পেছাতে দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত করে রেখেছে সবাই : মির্জা ফখরুল

নির্বাচন পেছাতে দাবিদাওয়া নিয়ে সরকারকে ব্যস্ত করে রেখেছে সবাই : মির্জা ফখরুল ছবি : সংগৃহীত



 
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির কড়া সমালোচনা করে বলেছেন, বিভিন্ন ইস্যুতে আন্দোলন করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে যেন নির্বাচন না হয়। আমাদের একটাই কথা—ভোট নিয়ে কোনো আপস নয়।’ আজ ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাটে সুধী সমাজ, হিন্দু ধর্মাবলম্বী ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ নির্বাচন চায়, জনগণ চায় ভোট। তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘হাসিনা গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। আওয়ামী লীগের আমলে তিনটি নির্বাচন হয়েছে, তারা ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। আমরা ১৫ বছর ধরে একটা জিনিসের জন্য লড়াই করেছি, সেটা হলো ভোটাধিকার।

বিএনপির মহাসচিব জেলা প্রশাসকদের (ডিসি) হুঁশিয়ারি দিয়ে বলেন, কৃষক যদি তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করা হবে। কোনো আমলাতন্ত্রগিড়ি চলবে না। তিনি দৃঢ়ভাবে বলেন, বিএনপি ক্ষমতায় এলে দলের নেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে, প্রতিটি মায়ের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেওয়া, বেকারত্ব দূর করা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করার এবং প্রতিটি সম্প্রদায়ের মানুষকে সমান অধিকার ও পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, বিগত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা তাদের জনগণের কাছে আসতে দেয়নি এবং সেবা করার সুযোগ দেয়নি। তাই এখন সুযোগ এসেছে এবং তারা জনগণের সেবা করতে চান।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ঠাকুরগাঁও জেলা সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতাকর্মীরা।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স