Thikana News
১৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

দিল্লি জয় করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

দিল্লি জয় করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত



 



দিল্লি টেস্টে চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো ভারত। ১৪ অক্টোবর (মঙ্গলবার) অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে শুভমান গিলের দল। এই জয়ে দুই ম্যাচের টেস্টে সিরিজে স্বাগতিকদের কাছে ২-০ তে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়ানরা।

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক গিলের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে মাত্র ২৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট শিকার করেন এই স্পিনার। 

২৭০ রানে পিছিয়ে পড়ায় ফলো-অনে পড়ে ক্যারিবীয়ানরা। তবে দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্পবেল ও শাই হোপের ব্যাটে ভর করে লিড পায় সফরকারীরা। দুজনের সেঞ্চুরির দেখা পান। ক্যাম্পবেল ১১৫ ও হোপ ১০৩ রান করেন। 

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১২০ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে শেষ দিনের প্রথম সেশনেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। অপরাজিত ৫৮ রান করেন লোকেশ রাহুল, সাই সুদর্শন যোগ করেন ৩৯ রান। 


ঠিকানা/এসআর

কমেন্ট বক্স