দিল্লি জয় করে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৩:৪৮ , অনলাইন ভার্সন



দিল্লি টেস্টে চতুর্থ দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিলো ভারত। ১৪ অক্টোবর (মঙ্গলবার) অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে শুভমান গিলের দল। এই জয়ে দুই ম্যাচের টেস্টে সিরিজে স্বাগতিকদের কাছে ২-০ তে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়ানরা।

দিল্লি টেস্টের প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক গিলের সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৫১৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে কুলদ্বীপ যাদবের ঘূর্ণিতে মাত্র ২৪৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ৫ উইকেট শিকার করেন এই স্পিনার। 

২৭০ রানে পিছিয়ে পড়ায় ফলো-অনে পড়ে ক্যারিবীয়ানরা। তবে দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্পবেল ও শাই হোপের ব্যাটে ভর করে লিড পায় সফরকারীরা। দুজনের সেঞ্চুরির দেখা পান। ক্যাম্পবেল ১১৫ ও হোপ ১০৩ রান করেন। 

এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১২০ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ১২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে শেষ দিনের প্রথম সেশনেই লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। অপরাজিত ৫৮ রান করেন লোকেশ রাহুল, সাই সুদর্শন যোগ করেন ৩৯ রান। 


ঠিকানা/এসআর
M M Shahin, Chairman Board of Editors, Thikana

Corporate Headquarter :

THIKANA : 7409 37th Ave suite 403

Jackson Heights, NY 11372

Phone : 718-472-0700/2428, 718-729-6000
Fax: + 1(866) 805-8806



Bangladesh Bureau : THIKANA : 70/B, Green Road, (Panthapath),
5th Floor, Dhaka- 1205, Bangladesh.
Mobile: +880  1338-950041