Thikana News
১৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

৩৬৩ কোটি টাকা ব্যয়ে ৬টি ক্যান্সার চিকিৎসার মেশিন কিনছে সরকার

৩৬৩ কোটি টাকা ব্যয়ে ৬টি ক্যান্সার চিকিৎসার মেশিন কিনছে সরকার



 


দেশে ক্যান্সার রোগের চিকিৎসা জোরদার করার লক্ষ্যে সরকার ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরও ৬টি লিনাক (LINAC) মেশিন কিনছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানিয়েছেন, এসব মেশিন আগামী কয়েক মাসের মধ্যেই দেশে পৌঁছাবে।

১৩ অক্টোবর (সোমবার) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে 'স্তন ক্যান্সার সচেতনতা মাস ২০২৫' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন সভাপতিত্ব করেন।

নূরজাহান বেগম বলেন, ক্যান্সার চিকিৎসার জন্য লিনাক মেশিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, দেশে ব্রেস্ট ক্যান্সারসহ বিভিন্ন ধরনের ক্যান্সার রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তিনি ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা এবং আরও বেশি স্বাস্থ্যসচেতন হওয়ার আহ্বান জানান। 

তিনি আরও বলেন, ৬৪ জেলায় ক্যান্সার সচেতনতা ছড়িয়ে দিতে পারে এমন বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতে হবে। বর্তমান সরকার প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যান্সার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করেছে বলেও তিনি জানান। ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় আধুনিক উদ্যোগ নেওয়ার জন্য ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, ব্রেস্ট ক্যান্সার সময়মতো শনাক্ত করা গেলে শতভাগ নিরাময় সম্ভব। তাই তিনি লজ্জা বা ভয় না পেয়ে নিয়মিত স্ক্রিনিং করার পরামর্শ দেন। তিনি বলেন, বর্তমানে দেখা যাচ্ছে, ৩০ বছরের নিচেও অনেকের স্তন ক্যান্সার হতে পারে, তাই বয়স নয়, উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।


ঠিকানা/এসআর

কমেন্ট বক্স