Thikana News
১৫ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে এমা জিতল ‘নিশি’

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে এমা জিতল ‘নিশি’ ছবি : সংগৃহীত



 
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাওয়ার্ডস (এমা)-এর স্টুডেন্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিশি’। এটি পরিচালনা করেছেন গোলাম রাব্বানী। এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি চলচ্চিত্র এমা অ্যাওয়ার্ডে বিজয়ী হলো।

স্থানীয় সময় ১১ অক্টোবর লস অ্যাঞ্জেলসের রেডফোর্ড স্টুডিও সেন্টারে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কার ঘোষণার পর প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানায়, ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের মধ্যে অন্যতম।

চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন গোলাম রাব্বানী; সহপরিচালক হিসেবে কাজ করেছেন জহিরুল ইসলাম। পুরস্কার সম্পর্কে রাব্বানী বলেন, “এটা বাংলা চলচ্চিত্রের জন্য এক গৌরবময় অর্জন। আমি সবসময় প্রাণ প্রকৃতির গল্প বলতে চাই, এই অর্জন আমার যাত্রাকে আরও গতিময় করবে।”

‘নিশি’র গল্পে উঠে এসেছে পরিবেশ, সমাজ ও মানবিক বাস্তবতা। এক চা শ্রমিক পরিবারের কন্যার পানির সংকটের কারণে শিক্ষা বন্ধ হয়ে যাওয়ার গল্প বলা হয়েছে এখানে। সেই সুযোগে এক কাঠ ব্যবসায়ী টিউবওয়েল দেওয়ার অজুহাতে মেয়েটিকে বাল্যবিবাহে বাধ্য করতে চায়।

ছবিতে অভিনয় করেছেন নিশি, বিশ্বজিৎ, গণেষ ও ভারতী। শুটিং হয়েছে সিলেটের একটি চা বাগানে।

চলচ্চিত্রটির পোস্ট-প্রোডাকশন কাজ হয়েছে পোল্যান্ডের লজ ফিল্ম স্কুলে, যা বাংলাদেশের কোনো সিনেমার ক্ষেত্রে এই প্রথম। সিনেমাটোগ্রাফিতে ছিলেন ওই স্কুলের প্রাক্তনী নাতালিয়া পুসনিক।

‘নিশি’ বর্তমানে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পাঠানো হচ্ছে এবং শিগগিরই বাংলাদেশেও প্রদর্শিত হবে বলে জানিয়েছেন রাব্বানী।

এর আগে তার নির্মিত ‘ছুরত’ ও ‘আনটাং’ ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট ফিল্ম ফেস্টিভ্যাল ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারেবল মেনশন পেয়েছে। ‘নিশি’ নির্মিত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনোস্কো ঢাকা-এর সহযোগিতায়।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স