Thikana News
১৮ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪


 

রোহিঙ্গা সংকট নিয়ে বিএনপির রূপরেখা হাস্যকর :  ওবায়দুল কাদের

রোহিঙ্গা সংকট নিয়ে বিএনপির রূপরেখা হাস্যকর :  ওবায়দুল কাদের


রোহিঙ্গা সংকট সমাধানে বিএনপি যে রূপরেখা দিয়েছে তা অত্যন্ত হাস্যকর বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপির প্রস্তাব রোহিঙ্গা সংকটকে আরও ঘনীভূত করবে দাবি করে তিনি বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠাতে যা যা করার সবই করছে সরকার। ৪ সেপ্টেম্বর (রবিবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই কথা বলেন। ৩ সেপ্টেম্বর রাজধানীর একটি হোটেলে রোহিঙ্গা সংকট সমাধানে রূপরেখা তুলে ধরে বিএনপি। সেখানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে না পারায় দলটি সরকারকে দায়ী করে। সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় দাবি করে বিএনপি বলেছে, তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করে রোহিঙ্গাদের নিজ দেশে পাঠাবে।

বিএনপির রূপরেখার জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির পক্ষ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে যে রূপরেখা উপস্থাপন করা হয়েছে তা অত্যন্ত হাস্যকর এবং রোহিঙ্গা সংকটকে আরও ঘনীভূত করার গভীর ষড়যন্ত্রের অংশ ছাড়া আর কিছু নয়।' আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আমলে পার্বত্য অঞ্চলে অশান্তির সূচনা হয়। সেই অশান্ত পাহাড়ে শান্তির পতাকা উড়িয়েছেন বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা।’ 

জিয়াউর রহমানের আমলেই রোহিঙ্গা সংকটের শুরু উল্লেখ করে কাদের বলেন, ‘বিএনপি যতবার ক্ষমতায় এসেছে এই সংকট আরও ঘনীভূত হয়েছে। বিএনপি কোনো সমস্যার সমাধান করতে না পারলেও সংকট সৃষ্টি করতে পারে। রোহিঙ্গা সংকট সমাধানে সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।’


ঠিকানা/এম

কমেন্ট বক্স