Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দেবে জার্মানি

গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দেবে জার্মানি ছবি : সংগৃহীত



 
ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন (হামাসের) যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর পর গাজাবাসীর জন্য ৩৪ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে জার্মানি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্‌জ জানিয়েছেন, গাজার জন্য তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে তার দেশ ২৯ মিলিয়ন ইউরো (প্রায় ৩৪ মিলিয়ন ডলার) প্রদান করবে।

মের্‌জ এক্সে এক পোস্টে বলেন, ‘আমরা মানবিক সহায়তার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিচ্ছি। মিশরের সঙ্গে যৌথভাবে আমরা গাজার পুনর্গঠনের জন্য একটি সম্মেলনের আয়োজন করবো।’

তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার আওতায় জার্মানি গাজাবাসীদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সূত্র: আল জাজিরা

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স