Thikana News
১৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

বিএনপি নেতা মাহিদুরের সঙ্গে মতবিনিময়

বিএনপি নেতা মাহিদুরের সঙ্গে মতবিনিময়



 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির প্রাক্তন সভাপতি মাহিদুর রহমান বলেছেন, বিএনপি একটি দেশ প্রেমিক ও গণতান্ত্রিক দল। জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের কল্যাণ সাধনই হচ্ছে বিএনপির প্রধান কাজ। ভবিষ্যতে তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে প্রবাসীদের সকল সমস্যার সমাধান হবে। মাহিদুর রহমান গত ৩ অক্টোবর নিউইয়র্কের ব্রঙ্কসে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি কর্তৃক আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভুইয়া, বিএনপি নেতা ডা. আব্দুস সবুর, মোহাম্মদ শাহজাহান শেখ, জাফর তালুকদার এজিএম জাহাঙ্গীর হাসাইন,আব্দুর রহিম, শরিফুল হক খালিশদার, বিলাল চৌধুরী, আকিব হোসেন, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূইয়া, আলী রাজা, সেবুল  খান, মাহবুব শাহ, কামাল উদ্দিন, সুলতান মাহমুদ সিদ্দিকি, দেলওয়ার হোসেন, তপদির রায় বোরন, জিল্লুর রহমান খান, আসাদুজ্জামান আজাদ, মোহাম্মদ আমিন জুহেল প্রমুখ। 
মাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল বলা যায় কি না সন্দেহ আছে। তারা গত ১৭ বছর সাধারণ মানুষের ওপর যেভাবে নির্যাতন করেছে তা ইতিহাসে বিরল। ফাসিস্ট আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে  পুরো দেশকে  নিঃশেষ করে দিয়েছে। গণতন্ত্র কিংবা দেশ নয়, দুর্নীতি করে অবৈধ সম্পদের পাহাড় গড়া  ছিল তাদের মূল লক্ষ্য। বিএনপির ষাট হাজার নেতাকর্মী আওয়ামী ফাসিস্টদের খুন ও গুমের শিকার হয়েছে। এসকল অন্যায় অত্যাচারের বিচার এক দিন দেশের মাটিতে হবে। দেশের স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে দেশে আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে কাজ করছে। আগামী নির্বাচনে বিএনপি যাতে জয়ী হতে পারে সে লক্ষ্যে দলের সকল নেতাকর্মীর কাজ করতে হবে।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খলিলুর রহমান, খন্দকার আব্দুল বাকি, বেগ ইসলাম মিটু, সেলিনা আক্তার, আব্দুল মোক্তাদির, আবুল আজাদ, ফখরুল ইসলাম চৌধুরী, মো. আসিফ মিয়া, মো. মুস্তাফিজুর রহমান প্রিন্স, মো. নজরুল ইসলাম, হাবিব আহমদ, মো. আব্দুল কাদের, আব্দুল আহাদ হেলাল, মো. দেলোয়ার হোসেন, মো. ইউছুফ হাওলাদার, মোহাম্মদ জাকির হোসাইন বাচ্চু, শাহ জাহান টিপু, মোঃ বাদল, মোশাররাফ হোসেন, নজরুল ইসলাম, আজাদুর রহমান আলমগীর, শামীম আহমদ, রুবেল আহমদ রুহেল, আব্দুল মুক্তাদির, আব্দুল মালিক, জামাল হোসেন, আব্দুল হামিদ, আকবর আলী, আব্দুল মালেক রুকন, আহাদ মিয়া, দিলাওয়ার হোসাইন, ফরিদ উদ্দীন, এমএ মাজেদ এম,ডি, হানিফ  মাহবুব চৌধুরী, মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান জুহেল প্রমুখ। 
অনুষ্ঠানে মাহিদুর রহমানকে ফুলের তোড়া ও সংগঠনের প্লাক দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বাফেলোতে মতবিনিময় : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমানের সঙ্গে বাফেলো সিলেট বিভাগীয় জাতীয়তাবাদী ফোরামের এক মতবিনিময় সভা গত ৫ অক্টোবর রোববার অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সভাপতি গাউসুল আনোয়ার রাহিনের সভাপতিত্বে ও সম্পাদক মুস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, কানাডা পশ্চিম বিএনপির সভাপতি আহাদ খোন্দকার, সাধারণ সম্পাদক আবুল আজাদ, বাফেলো বিএনপি কমিটিগুলোর প্রধান উপদেষ্টা শেখ ওয়াহিদ্দুজামান, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, নিউইয়র্ক বিএনপি নেতা এবাদ চৌধুরী, এজিএম জাহাঙ্গীর হোসেইন, সংগঠনের প্রধান উপদেষ্টা মুক্তাদির হোসেন মিসবা, সালেহ সিদ্দিকী, যুবদল নেতা মনির হোসেনসহ বাফেলোস্থ বিএনপির ৩ সাংগঠনিক কমিটির সভাপতি, সম্পাদক প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন সোহেল হাওলাদার, ইমতিয়াজ বেলাল, জামাল উদ্দিন, ফরিদ খোন্দকার, মিফতাহ উদ্দিন মামুন। 

মৌলভীবাজারবাসীর মতবিনিময় সভায় মাহিদুর রহমান
যুক্তরাজ্য বিএনপি’র সাবেক সভাপতি মাহিদুর রহমান বলেছেন, আগামীতে জনগণের সমর্থন নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে তবে মৌলভীবাজার সহ বৃহত্তর সিলেটের ন্যায্য দাবিগুলো আদয়ে সচেষ্ট থাকবো। যেহেতু দলীয় চেয়াররপার্সন সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে অনেক ভালো জানেন তাই তাদের নেতৃত্বে সিলেটের উন্নয়নে আমি অবদান রাখার চেষ্টা করব।
বিশিষ্ট রাজনীতিবিদ ও মৌলভীবাজার জেলার কৃতি সন্তান মাহিদুর রহমানের যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে প্রবাসী মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে ৬ অক্টোবর সোমবার সন্ধ্যায় এস্টোরিয়ার একটি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে অতিথি মাহিদুর রহমানকে ফুলেল শুভেচছা জানানো হয়। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌধুরী সালেহ। মৌলভীবাজার ডিষ্ট্রিক্ট সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি ও এষ্টোরিয়ার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন ও বরুন রায় সভা পরিচালনা করেন। দল-মত নির্বিশেষে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জালাল চৌধুরী।
সভায় বক্তারা সততা, নিষ্ঠা ও তৃণমূলের নেতা মরহুম সাইফুর রহমানের প্রতিচ্ছবি হিসেবে মাহিদুর রহমান দেখতে পান উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে জনগনের সমর্থন নিয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদে তাকে দেখতে চান বলে উল্লেখ করা হয়।
সভায় টাইম টিভি’র সিইও আবু তাহের সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আজমল হোসেন কুনু, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভুঁইয়া, সৈয়দ জুবায়ের আলী, হাজী আব্দুর রহমান, আবু সাঈদ আহমদ, ফয়েজ আহমদ চৌধুরী, সোহান আহমেদ (টুটুল), শাহ রকিব আলী, মিয়া মোঃ আলতাফ হোসেন, মাকসুদ চৌধুরী, সাইফুর খান হারুন, সৈয়দ এনাম আহমেদ, এবাদ চৌধুরী, বশির উদ্দিন, খলিলুর রহমান, সাইদ তারেক, মনজুর চৌধুরী জগলু, মোঃ  মাসুক মিয়া, এ কে কাইয়ুম, কয়েস আহমেদ, এমদাদ রহমান তরফদার, শফি আহমেদ, হেলাল তরফদার, সুরঞ্জিত কিশোর দাস চৌধুরী প্রমুখ। 
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহোযোগিতায় ছিলেন জিল্লুর খান, জুয়েল খান, মহসিন মিয়া লাল, টিটু চৌধুরী, টুকু চৌধুরী, গণি খান, সাপ্পি,  এমাদ আহমেদ চৌধুরী, লায়েক হাসান,  আকিব আহমেদ, এম ডি এ রহিম, জাহাঙ্গীর হাসান, মহসিন মিয়া লাল, খলিলুর রহমান, শাহবাজ আহমেদ, তোফায়েল আহমেদ, খালেদ আফসার সোহাগ, মোহাম্মদ এনায়েত, মির্জা আজম, মোহাম্মদ স্বপন, শহীদুল্লাহ শিকদার, তানিম আহমেদ, স্বপন, আলম খান, উত্তম বণিক, মোহাম্মদ সাবু মিয়া, জাবেদ আহমেদ, আহমেদ রুবেল, আবুল কাশেম, এস আলম, বেলাল চৌধুরী, তৌফিক আম্বিয়া টিপু, রায়হান পারভেজ, সৌয়স শাহিন, সোহেলুর রহমান, এমডি নুরুল হক, মইনুল হক চৌধুরী। 

কমেন্ট বক্স