Thikana News
১৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

অ্যাডেলকে টপকে ইতিহাস গড়লেন টেইলর সুইফট

অ্যাডেলকে টপকে ইতিহাস গড়লেন টেইলর সুইফট টেইলর সুইফট ও অ্যাডেলে। ছবি: সংগৃহীত



 
প্রায় এক দশক ধরে সর্বোচ্চ বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ডটি অ্যাডেলের দখলে ছিল, তবে এবার তা ভেঙে দিলেন টেইলর সুইফট। গত ৩ অক্টোবর প্রকাশিত সুইফটের ১২তম অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ শিগগিরই আলোড়ন সৃষ্টি করেছে সংগীত জগতে।

২০১৫ সালে অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামটি এক সপ্তাহে ৩৪ লাখ কপি বিক্রি করে ইতিহাসের সেরা বিক্রি হওয়া অ্যালবামের রেকর্ড গড়েছিল। ওই বছরই অ্যালবামটি বিক্রি হয় ১ কোটি ৭০ লাখ কপি, যা আজ পর্যন্ত অপ্রতিরোধ্য ছিল। তবে টেইলর সুইফট মাত্র পাঁচ দিনে তার ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবামের মাধ্যমে এই রেকর্ডটি ভেঙে দিলেন। ফিজিক্যাল এবং স্ট্রিমিং মিলিয়ে এখন পর্যন্ত বিক্রি হয়েছে ৩৫ লাখ কপি।

বিলবোর্ডের তথ্য অনুযায়ী, এক সপ্তাহ পূর্ণ হতে আরও দুই দিন বাকি, তাই এই সংখ্যাটা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

টেইলর সুইফটের অ্যালবামটি শুধু ব্যবসায়িক দিক থেকে সফল নয়, বরং সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। তবে সুইফট মিশ্র প্রতিক্রিয়া নিয়ে একেবারে খোলামেলা। তিনি বলেন, যেকোনো ধরনের আলোচনাকে আমি স্বাগত জানাই। শিল্প সম্পর্কে গঠনমূলক সমালোচনাকে আমি সম্মান করি।

সুইফট আরও যোগ করেছেন, সব গানের প্রতিক্রিয়া তাৎক্ষণিক আসে না। অনেক ভক্ত আমাকে বলেছে, ‘রেপুটেশন’ তাদের প্রথমে পছন্দ হয়নি, তবে এখন সেটাই তাদের সবচেয়ে পছন্দের অ্যালবাম। কিংবা ‘ফেয়ারলেস’ শুনে অনেকেই, এখন তারা ‘এভারমোর’ পছন্দ করে। এসব আমার চোখে ধরা পড়ে এবং আমি জানি, আমি কী তৈরি করেছি।

২০২৪ সালে প্রকাশিত সুইফটের ‘দ্য টর্চারড পোয়েটস ডিপার্টমেন্ট’ অ্যালবামটি এক সপ্তাহে ২৫ লাখ কপি বিক্রি হয়েছিল। তবে এই নতুন অ্যালবামটি তার আগের অ্যালবামের চেয়ে দর্শকদের আরো বেশি মনোযোগ আকর্ষণ করেছে।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স