আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই চাপ সৃষ্টি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই প্রচেষ্টার বিরোধিতায় আফগানিস্তানের পাশে দাঁড়াল চীন, রাশিয়া, ভারত ও পাকিস্তান। গত মঙ্গলবার ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’–এর সপ্তম বৈঠকে দেশগুলো এই সিদ্ধান্ত নেয়।
আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক কোনো ইস্যুতে একইসাথে রাশিয়া, চীন ও পাকিস্তানের সঙ্গে ভারতের সহমত হওয়ার দৃষ্টান্ত বিরল। ভারত এমন সময়ে এই সিদ্ধান্ত নিল যখন যখন তালেবানশাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি সরকারি সফরে নয়াদিল্লিতে আসছেন।
এসব দেশ আফগানিস্তান এবং প্রতিবেশী রাষ্ট্রগুলিতে সামরিক অবকাঠামো মোতায়েনের প্রচেষ্টাকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছে। এটিকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থবিরোধী হিসেবেও মনে করে দেশগুলো। আফগানিস্তান থেকে ‘মস্কো ফরম্যাট কনসালটেশন’–এ যোগ দিয়েছেন আমির খান মুত্তাকি।
কয়েক সপ্তাহ আগে ট্রাম্প বলেছিলেন, তালেবানের উচিত ওয়াশিংটনের স্থাপিত বাগরাম বিমানঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা।
মস্কোতে আলোচনায় অংশ নেওয়া দেশগুলো দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক, উভয় স্তরে সন্ত্রাসবিরোধী সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছে।ভারত, রাশিয়া, চীন এবং পাকিস্তান ছাড়াও বৈঠকে ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান অংশ নিয়েছিল। দেশগুলো আফগানিস্তানের সঙ্গে এই অঞ্চল এবং এর বাইরের দেশগুলির সাথে অর্থনৈতিক সম্পর্কের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।
ঠিকানা/এএস