ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়ক নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে রাস্তা অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। আজ ৮ অক্টোবর (বুধবার) স্থানীয় সময় দুপুরে, ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় থেকে সড়কের দু’পাশে হাজারো জনতা এ কর্মসূচিতে অংশ নেন। এসময় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।
জানা যায়, ঈশ্বরগঞ্জ থেকে আঠারবাড়ী পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক নির্মাণে ২০২০ সালের মার্চে কার্যাদেশ দেওয়া হয়। ১১৫ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ ২০২২ সালের জুনে সম্পন্ন করার কথা থাকলেও দীর্ঘ ৫ বছর পেরেও ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে রাস্তা নির্মাণ কাজ শেষ হয়নি। অধিগ্রহণকৃত ভূমির মালিকদের এখন পর্যন্ত ৮ ধারার চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়নি। ফলে নির্মাণ কাজটি ঝুলে রয়েছে। এ রাস্তাটি ঈশ্বরগঞ্জ উপজেলাসহ নেত্রকোণা ও ময়মনসিংহ অঞ্চলের জনসাধারণের চলাচলের অত্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কপথ। কিন্তু প্রশাসনিক জটিলতার কারণে মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি বিড়ম্বনায় আছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা। রাস্তার ভাঙাচোরা, খানাখন্দ ও ধুলোবালিতে নাকাল জনজীবন।
এ দুর্ভোগ দ্রুত নিরসনের দাবিতে নিরুপায় হয়ে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসে এ কর্মসূচি পালন করেছেন।
মুফতী খাইরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক এমপি শাহ্ নূরুল কবীর শাহীন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুফতি মুহম্মদ হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভুঁইয়া মনি, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, একেএম আতিকুর রাজ্জাক ভুঁইয়া হীরা প্রমুখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, আব্দুল্লাহ্ আল মামুন খোকন, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্য-সচিব নূরে আলম জিকু প্রমুখ।
ঠিকানা/এসআর