বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবে আজ ৬ অক্টোবর (সোমবার) বিসিবি নির্বাচনে তার ভোট দেওয়ার গুঞ্জন উঠেছিল। কিন্তু তামিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভোট দেওয়ার বিষয়টি উড়িয়ে দেন।
এ পোস্টে তামিম লিখেছেন, ‘অনেক মিডিয়ায় ও নানা মাধ্যমে দেখতে পাচ্ছি যে, বলা হচ্ছে বিসিবি নির্বাচনে আমি ভোট দিয়েছি। তা মোটেও সত্যি নয়।’
তিনি আরও লিখেন, ‘আমি ই-ভোট দেওয়ার আবেদন করেছিলাম আগে, কারণ দেশের বাইরে ছিলাম। কিন্তু ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে আমি নির্বাচনে অংশ নেইনি বা ভোট দেইনি।’
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে নাটকীয়তা শুরু হয়েছে আরও আগে থেকেই। বয়কট, পাল্টাপাল্টি অভিযোগ এবং শেষ মুহূর্তের প্রার্থিতা প্রত্যাহারের মতো ঘটনা ঘটেছে নির্বাচন ঘিরে। অবশেষে আজ সোমবার সকালে শুরু হয় ভোগগ্রহণ। ইতিমধ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে বলে জানা যায়। সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা হওয়ার কথা রয়েছে।
ঠিকানা/এএস