Thikana News
২৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব নিয়ে মতবিনিময় সভা 

৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব নিয়ে মতবিনিময় সভা 



 
তুতিউর রহমান : স্পেনের বার্সেলোনায় আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য ৩য় আন্তর্জাতিক জালালাবাদ উৎসব ২০২৫ সফল করার লক্ষ্যে স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও প্রস্তুতি সভার আয়োজন করে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন, স্পেন। 
রোববার বার্সেলোনার স্থানীয় একটি হলে সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিন আলী রফিক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাব্বির রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি মুহিবুর রহমান মুহিব। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ সভাপতি অলিউদ্দিন শামীম এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দীপক। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, আবু ইউসুফ, আফতাব নজরুল ইসলাম, মনোয়ার পাশা, সাব্বির আহমেদ দুলাল, বেলাল আহমদ ফারুক সহ বার্সেলোনার কমিউনিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। 
আয়োজকরা জানান, উৎসবে ইউরোপ, আমেরিকা ও যুক্তরাজ্য থেকে প্রায় দুই শতাধিক অতিথি অংশ নেবেন। এ উৎসব প্রবাসী সিলেটি কমিউনিটির ঐক্য, সংস্কৃতি ও মেধা বিকাশের অনন্য মিলনমেলায় রূপ নেবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করা হয় সভায়।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স