Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


‘মোদিজি বিহারে বাংলাদেশি নেই, দিল্লিতে আপনার এক বোন আছে’

‘মোদিজি বিহারে বাংলাদেশি নেই, দিল্লিতে আপনার এক বোন আছে’ শেখ হাসিনা, নরেন্দ্র মোদি ও আসাদুদ্দিন ওয়াসি। ফাইল ছবি



 
নির্বাচন যত এগিয়ে আসছে বিহারের রাজনৈতিক উত্তেজনা ততই নতুন উচ্চতায় যাচ্ছে, অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজনীতিকদের বাগযুদ্ধ জমে উঠেছে। মূল অভিযোগগুলোর একটি হলো বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি। ভোটার তালিকা সংশোধনের প্রেক্ষাপটে বিজেপির এ নিয়ে অভিযোগ করে আসছে। এর জবাবে এবার এআইএমআইএমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি ভারতে অবস্থান করা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ টানেন। 

গত সপ্তাহে পূর্ণিয়ায় এক নির্বাচনি সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলকে রাজ্যটিতে ‘অনুপ্রবেশকারীদের’ পৃষ্ঠপোষকতার অভিযোগ করেছিলেন। এ অভিযোগে জবাবে আসাদুদ্দিন ওয়াইসি গতকাল বৃহস্পতিবার আশ্বস্ত করে বলেন, বিহারে, বিশেষ করে সীমাঞ্চল এলাকায় কোনো বাংলাদেশি নেই।

এআইএমআইএমের প্রধান বলেন, ‘মোদিজি বলেন, বিহারে বাংলাদেশি আছে। মোদিজি, বিহার ও সীমাঞ্চলে কোনো বাংলাদেশি নেই। কিন্তু আপনার বাংলাদেশি এক বোন দিল্লিতে বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠান। তাকে সীমাঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে দিয়ে দেবো।’

শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের ৫ আগস্ট থেকে দিল্লিতে বসবাস করছেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স