Thikana News
০৬ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে চরমোনাই পীরের হুঁশিয়ারি

জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে চরমোনাই পীরের হুঁশিয়ারি ছবি : সংগৃহীত



 

জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করলে জনগণ তা সম্মিলিতভাবে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। আজ ১৯ সেপ্টেম্বর (শুক্রবার) রাজধানীর বাড্ডা ইউলুপ সংলগ্ন মেইন রোডে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

 

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা পূর্ণ হয়নি। পরিবর্তন এখন সময়ের দাবি।’

চরমোনাই পীর দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও স্বাধীনতার পর থেকে চলমান ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘স্বাধীনতার সময় আমাদের সামনে তিনটি মৌলিক স্লোগান ছিল- সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার। কিন্তু যারা গত ৫৩ বছর দেশ চালিয়েছে, তারা একটি স্লোগানও বাস্তবায়ন করতে পারেনি।’

 

তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা ইসলামের পক্ষে পরিবেশ তৈরি করেছে। দেশের মানুষ উপলব্ধি করছে যে পুরনো শক্তি পুনরায় ক্ষমতায় এলে জনগণের কল্যাণ হবে না। এ পরিবর্তনের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি স্পষ্ট নীতি ও আদর্শ জাতির সামনে উপস্থাপন করেছে।’

 

চরমোনাই পীর বলেন, ‘আমাদের এই আন্দোলন শুধু রাজনৈতিক নয়, বরং নৈতিক ও সামাজিক পরিবর্তনের আন্দোলন। আমাদের লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের ন্যায়, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা।’

তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাবে এবং দেশে একটি সুষ্ঠু, ন্যায়নিষ্ঠ ও গ্রহণযোগ্য রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করবে।

 

ঠিকানা/এএস


কমেন্ট বক্স