Thikana News
২১ সেপ্টেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলের ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা নিয়ে স্পেন-জার্মানির বৈঠক

ইসরায়েলের ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা নিয়ে স্পেন-জার্মানির বৈঠক ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকা নিয়ে বৈঠকে বসেছে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস। গাজা প্রশ্নে ইসরায়েলের উপর ইইউ নিষেধাজ্ঞা আনবে কি না তা নিয়ে মাদ্রিদে বৈঠক হয়। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

বৈঠকে স্পেনের সঙ্গে জার্মানির মতবিরোধের কথা স্বীকার করে নিলেন জার্মান চ্যান্সেলর ম্যার্ৎস। তিনি জানান, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা এবং তারা ভিন্ন সিদ্ধান্তে উপনীত হয়েছেন। 

ইইউ-এর একাধিক দেশ নিষেধাজ্ঞা আনতে চাইলেও জার্মানি এখনো তা প্রতিরোধ করছে। ম্যার্ৎস জানিয়েছেন, তারা ইসরায়েলের পাশে আছেন। তবে গাজায় ইসরায়েলের সামরিক বাহিনী ‘অসামঞ্জস্যপূর্ণ’ আচরণ করছে বলে জানান তিনি। 

ম্যার্ৎস জানান, ‘ইসরায়েলের সরকারের সমালোচনা অবশ্যই করা যেতে পারে তবে আমরা যেন কখনো ইহুদি-বিদ্বেষ না ছড়াই।’

অন্যদিকে, বামপন্থী সানচেজ সরকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু এবং তাদের সামরিক কার্যকলাপের তীব্র সমালোচনা করে চলেছেন। 

স্পেন ২০২৪-এ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও, জার্মানি যে এমন কোনো সিদ্ধান্ত নেবে না তা স্পষ্ট করেছেন ম্যার্ৎস। সানচেজ অবশ্য গাজায় 'জেনোসাইড' হয়েছে বলে মনে করেন এবং আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চ থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স