প্রিয়তমা আমি তো তোমারই অপেক্ষায়
দিন শেষে রাত আর রাত শেষে দিন
এভাবেই সময় অতিবাহিত হয়।
তুমি আসবে বলে সেদিন
আমি পথপানে চেয়েছিলাম,
রাতে আমার ঘুম ছিল না
স্বপ্নের মাঝে হারিয়েছিলাম।
জানো তো, সেদিন প্রথম আমি
চাঁদকে এত কাছ থেকে দেখেছিলাম।
ঝলমলে চাঁদের আলো
যেন হৃদয়ে ঢেউ খেলল।
এত অপরূপ সুন্দর মাথায় কালো কেশ,
কপোলে কালো তিল,
এলোমেলো মাতাল হাওয়া
মায়াবিনী চোখের চাহনি,
ভাবলাম এ যে আমার শ্রেষ্ঠ পাওয়া।
শাড়ির আঁচল বিছিয়ে
স্নিগ্ধ ঘাসের ওপর বসে পড়লে
তোমার পাশে আমি অপলক দৃষ্টি,
ওহে আামার প্রেয়সী তুমি কেন এত মিষ্টি?
তোমার হাতের স্পর্শ পড়তেই স্বপ্ন ভেঙে গেল।
বাস্তবে তুমি আর এলে না
আমায় দেখা দিলে না।
স্বপ্নভাঙা মন নিয়ে সারাটি জীবন
তোমারই অপেক্ষায়।