Thikana News
০৭ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

কাশফুলের প্রতীক্ষা

কাশফুলের প্রতীক্ষা



 
কাশফুলের আভায় যেন যুবতী নারী,
সবুজ শাড়ি গায়ে জড়িয়ে নদীর কূলে দাঁড়িয়ে আছে।
রৌদ্রের সোনালি আলো এসে খেলে তার সঙ্গে,
চুলে খেলে প্রিয়জনের অদৃশ্য স্মৃতি।

চোখে প্রতীক্ষার রেখা,
হৃদয়ে প্রেমের কোমল কম্পন।
হাত বুকে চেপে ধরে,
মন উড়ে দূর আকাশের পানে।

শ্বেতচুলে হাওয়ার নরম ছোঁয়া, শান্তি বয়ে আনে,
এক নিমেষে যেন, সকল ক্লান্তি ঘুচে যায়।
কাশফুলের রং চুলে লুকোচুরি খেলে,
নদীর স্রোত গায় তার অপেক্ষার গান।

অস্তরাগ ভিজিয়ে দেয় রাঙা আকাশপটে,
আশার প্রদীপ জ্বলে তার নীরব চাওয়াতে।
দূরের পথ বেয়ে প্রিয় আসবে একদিন,
প্রতীক্ষা রয়ে যায় কাশফুলের শ্বেতরঙে।
 

কমেন্ট বক্স