২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা থেকে পদ্ধতিগতভাবে নাম বাদ দেওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় জাতীয় কংগ্রেস (আইএনসি) দলের নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেন, কংগ্রেসের শক্ত ঘাঁটিগুলোতে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে। যা ভারতীয় গণতন্ত্রের ওপর বড় ধরনের আক্রমণ। আজ ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাহুল গান্ধী এই অভিযোগ তোলেন। খবর এনডিটিভির।
রাহুল গান্ধীর অভিযোগ, এই ভোটার বাদ দেওয়ার কাজটি কোনো ব্যক্তি নয়, বরং সফ্টওয়্যার ব্যবহার করে রাজ্যের বাইরের জাল লগইন ও ফোন নম্বর থেকে কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। তিনি কর্ণাটকের আলাণ্ড আসনের উদাহরণ টেনে বলেন, সেখানে ৬ হাজার ১৮টি ভোট বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছিল, যা কাকতালীয় ঘটনার কারণে ধরা পড়েছে।
কংগ্রেস নেতা সরাসরি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই কাজের সঙ্গে জড়িতদের রক্ষা করার অভিযোগ করেন। তিনি বলেন, কর্ণাটক সিআইডি গত ১৮ মাসে নির্বাচন কমিশনকে ১৮টি চিঠি পাঠিয়ে ডিভাইসের আইপি ঠিকানা ও ওটিপির মতো গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছে। কিন্তু কমিশন তা সরবরাহ করছে না।
রাহুল গান্ধী বলেন, জ্ঞানেশ কুমারকে অবশ্যই এক সপ্তাহের মধ্যে এই তথ্য প্রকাশ করতে হবে। অন্যথায় আমরা নিশ্চিতভাবে জানব যে তিনি ভারতীয় গণতন্ত্র ধ্বংসকারীদের রক্ষা করছেন।
অন্যদিকে, নির্বাচন কমিশনের সূত্রগুলো এই অভিযোগকে ‘ভিত্তিহীন‘ বলে অভিহিত করেছেন। তাদের দাবি, কোনো ভোটারের নাম অনলাইনে বাদ দেওয়া সম্ভব নয়। কোনো ব্যক্তির শুনানি গ্রহণ ছাড়া নাম বাতিল করা যায় না।
কমিশন আরও জানায়, আলাণ্ড আসনে যে নাম বাদ দেওয়ার চেষ্টার কথা বলা হচ্ছে, সে বিষয়ে নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছিল। পাশাপাশি, সূত্রগুলো উল্লেখ করে যে ২০২৩ সালে কংগ্রেসই ওই আসনে জয়লাভ করেছিল, যা রাহুলের অভিযোগের সঙ্গে সাংঘর্ষিক।
ঠিকানা/এএস