Thikana News
০১ নভেম্বর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০১ নভেম্বর ২০২৫





 

আইসের হাতে আটক ৭৩ বছরের ভারতীয় নারী

আইসের হাতে আটক ৭৩ বছরের ভারতীয় নারী





 
ক্যালিফোর্নিয়ায় রুটিন চেক-ইনে গিয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-আইসের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নারী। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ওই শিখ নারীর পরিবার ও তার কমিউনিটির সদস্যরা। 
অলাভজনক সংবাদমাধ্যম বার্কলিসাইডের বরাতে এনডিটিভি জানায়, নর্দার্ন ক্যালিফোর্নিয়ার ইস্ট বে এলাকায় ৩০ বছরের বেশি সময় ধরে বসবাস করছেন ৭৩ বছর বয়সী হারজিৎ কৌর। সম্প্রতি আইস অফিসে রুটিন চেক-ইনে গিয়ে তিনি আটক হন।
প্রতিবেদনে বলা হয়, হারজিৎকে আটকের প্রতিবাদে ১২ সেপ্টেম্বর শুক্রবার আয়োজিত বিক্ষোভে তার পরিবারের সদস্যসহ কমিউনিটির শতাধিক সদস্য অংশ নেন। তারা ওই নারীর দ্রুত মুক্তি দাবি করেন।
বার্কলিসাইড জানায়, হারজিৎকে অতিরিক্ত কাগজপত্র নিয়ে সান ফ্রান্সিসকোর অফিসে যেতে বলে আইস। গত ৮ সেপ্টেম্বর সোমবার সেখানে গেলে তাকে আটক করে ফেডারেল সংস্থাটি। সংবাদমাধ্যমটি জানায়, হারজিৎকে রাখা হয়েছে বেকার্সফিল্ডের একটি আটক কেন্দ্রে।
এবিসি৭ নিউজ জানায়, অনথিভুক্ত অভিবাসী ছিলেন হারজিৎ কৌর। দুই সন্তানকে সঙ্গে নিয়ে ১৯৯২ সালে ভারত থেকে আমেরিকায় আসেন তিনি। ২০১২ সালে তার অ্যাসাইলামের কেইস প্রত্যাখ্যান করা হয়।
পুত্রবধূ মানজি কৌর জানান, অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর ১৩ বছরের বেশি সময় ধরে প্রতি ছয় মাসে একবার সান ফ্রান্সিসকোতে আইসের কাছে বিশ্বস্ততার সঙ্গে রিপোর্ট করেছেন তার শাশুড়ি।
হারজিতের মুক্তির দাবিতে বিক্ষোভের আয়োজন করে তার পরিবার, ওয়েস্ট কোন্ট্রা কোস্টা কাউন্টি ও শিখ সেন্টার। এতে রিপ্রেজেন্টেটিভ জন গ্যারামেন্ডির অফিসের কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনীতিকরা অংশ নেন।
কংগ্রেসম্যান গ্যারামেন্ডিকে উদ্ধৃত করে কেটিভিইউ ফক্স ২ জানায়, হারজিৎকে তার পরিবারের সঙ্গে পুনর্মিলনের সুযোগ দিতে আইসের কাছে অনুরোধ করেছে তার অফিস। এদিকে আটক কৌরের স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তার পরিবার।
পরিবার জানায়, হারজিৎ কৌরের কোনো অপরাধের রেকর্ড নেই। তাঁরা তার সঙ্গে খুব সীমিতভাবে যোগাযোগ করতে পারছেন এবং তাঁর শারীরিক অবস্থা নিয়ে ভীষণ উদ্বিগ্ন। তাদের ভাষ্য, হারজিতের থাইরয়েড, মাইগ্রেন, হাঁটু ব্যথা ও দুশ্চিন্তার মতো সমস্যা আছে। আটক থাকলে তার জীবন ঝুঁকিতে পড়তে পারে।
 

কমেন্ট বক্স