Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ছবি সংগৃহীত



 
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সুশীলা কার্কি-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নেপালের প্রধানমন্ত্রীকে পাঠানো এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। বার্তায় ড. ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

তিনি এ দায়িত্ব গ্রহণকে নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন হিসেবে আখ্যায়িত করেন। ড. ইউনূস তার বার্তায় আরও বলেন, সংকটময় ও চ্যালেঞ্জের এই সময়ে আপনার এ দায়িত্ব গ্রহণ নেপালের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। নেপালের দীর্ঘদিনের প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলাদেশ বিশ্বাস করে, আপনার দক্ষ নেতৃত্বে নেপাল শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্ব, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আরও সুদৃঢ় করতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন।

বার্তায় নেপালে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বার্তার শেষে ড. ইউনূস নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করেন। পাশাপাশি নেপালের জনগণের শান্তি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স